পরিত্যক্ত কয়লা খনিতে নেমে নিখোঁজ ৩ গ্রামবাসী, চলছে উদ্ধার কাজ, দেখুন ভিডিও


পরিত্যক্ত কয়লা খনিতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে  তিন যুবক। ঘটনাটি কুলটির আলডিহির পুরনো বিজলি ঘরের কাছে। জানা গেছে, কয়লা চুরি করতে খনিটিতে  নেমেছিল ৪ জন গ্রামবাসী।  এদের মধ্যে একজন পালাতে পারলেও তিন জন খনিতে আটকে পড়েন।  উদ্ধার কাজ চালাতে রাতেই  ঘটনাস্থলে আসে ইসিএলের মাইনস রেসকিউ টিম।  কুলটির পরিত্যক্ত কয়লাখনিগুলিতে চোরাই কয়লা কাটার অভিযোগ বহুদিনের। খাদানগুলিতে জল ও মিথেন গ্যাস ভরে থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। 

/ Updated: Oct 14 2019, 12:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


পরিত্যক্ত কয়লা খনিতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে  তিন যুবক। ঘটনাটি কুলটির আলডিহির পুরনো বিজলি ঘরের কাছে। জানা গেছে, কয়লা চুরি করতে খনিটিতে  নেমেছিল ৪ জন গ্রামবাসী।  এদের মধ্যে একজন পালাতে পারলেও তিন জন খনিতে আটকে পড়েন।  উদ্ধার কাজ চালাতে রাতেই  ঘটনাস্থলে আসে ইসিএলের মাইনস রেসকিউ টিম।  কুলটির পরিত্যক্ত কয়লাখনিগুলিতে চোরাই কয়লা কাটার অভিযোগ বহুদিনের। খাদানগুলিতে জল ও মিথেন গ্যাস ভরে থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। পুরো বিষয়টিতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে।