Bankura heavy rainfall: বাঁকুড়ার ছাতনায় শিলাবৃষ্টি, বরফের কুচিতে ঢাকল রাস্তা

পশ্চিমী ঝঞ্জার জেরে গত মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলায়। বুধবার রাতে জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়। আর এই বৃষ্টির মাঝেই বুধবার রাতে আচমকাই বাঁকুড়ার ছাতনায় শিলাবৃষ্টিও হয়।

/ Updated: Jan 13 2022, 11:53 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পশ্চিমী ঝঞ্জার জেরে গত মঙ্গলবার থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয় বাঁকুড়া জেলায়। বুধবার রাতে জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়। আর এই বৃষ্টির মাঝেই বুধবার রাতে আচমকাই বাঁকুড়ার ছাতনায় শিলাবৃষ্টিও হয়। সূত্রের খবর, বৃষ্টির পাশাপাশি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে নাগাড়ে শিলাবৃষ্টি চলতে থাকে। প্রসঙ্গত, বঙ্গের বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। শিলাবৃষ্টির সম্ভাবনাও জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই মতোই সোমবার রাত থেকেই বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সারা দিন চলতে থাক বৃষ্টি। বুধবারেও বদলায়নি সেই ছবি। বুধবার রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়। এদিনই রাতে বাঁকুড়ার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়। বুধবারই রাতে বাঁকুড়ার ছাতনায় বৃষ্টির মাঝে হঠাৎ করেই শিলাবৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ হয় সেখানে শিলাবৃষ্টি।