রাস্তায় হাঁটছে 'বাঘ', সিসিটিভি ফুটেজ দেখে আতঙ্ক কোন্ননগরে, দেখুন ভিডিও

  • কলকাতার কাছেই বাঘের আতঙ্ক
  • হুগলির কোন্নগরে বাঘের ভয়
  • সিসিটিভি ফুটেজে অজানা প্রাণীর ছবি
  • বাঘরোলকে বাঘ বলে ভুল, দাবি বিশেষজ্ঞদের
     
/ Updated: Jan 20 2020, 04:09 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জঙ্গলমহল ছাড়িয়ে এবার কলকাতার নাকের ডগায় বাঘের আতঙ্ক। হুগলির কোন্নগরের কানাইপুরে সিসিটিভি ফুটেজে ধরা পড়া একটি অজানা প্রাণীর ছবি দেখে এই আতঙ্ক আরও বেড়েছে। বাঘের খোঁজে রীতিমতো লাঠি হাতে এলাকার ঝোঁপঝাড়ে তল্লাশি চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, স্থানীয় চাষের জমিতেও দেখা গিয়েছে অজানা জন্তুর পায়ের ছাপ। এলাকায় উদ্ধার হয়েছে একটি মৃত গরু। তাতে মানুষের আতঙ্ক আরও বেড়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বন দফতর। বন্যপ্রাণ পর্ষদের সদস্য জয়দীপ কুণ্ডু অবশ্য সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত,  যে প্রাণীটির ছবি সিসিটিভি-তে ধরা পড়েছে সেটির হাঁটাচলা বাঘের মতো হলেও আসলে তা বাঘরোল। রাজ্য  এলাকাবাসীর অবশ্য কারও কারও দাবি, তাঁরা নাকি বাঘের গর্জনও শুনেছেন। তাঁদের আরও দাবি, কানাইপুরের কাছে দিল্লি রোড দিয়ে পাচারের সময় কোনওভাবে পালিয়ে এলাকায় ঢুকে পড়েছে বাঘ।

কোন্নগরের কানাইপুরে তিন চার দিন ধরে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এর মধ্যেই রবিবার রাতে স্থানীয় একটি দোকানের সিসিটিভি-তে একটি অজানা প্রাণীকে এলাকার রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। সেই প্রাণীটির সঙ্গে বাঘের হাঁটাচলার মিল থাকায় সোমবার সকাল থেকেই এলাকায় বাঘ ঢুকেছে বলে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। যদিও কোন্ননগরে কোথা থেকে বাঘ বা চিতা বাঘ আসবে, তার সদুত্তর দিতে পারছেন না কেউই। বন দফতরের প্রতিনিধিরাও এলাকায় গিয়েছেন। পুলিশের পক্ষ থেকে এলাকায় আতঙ্ক না ছড়ানোর জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে।