টিটাগড় গণধর্ষণের প্রতিবাদে বিজেপির অবরোধ বিক্ষোভে উত্তাল টিটাগড়

ফের রাজ্য বেআব্রু হল নারীর সম্মান, বুধবার সন্ধ্যায় টিটাগড়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে | এদিন ধর্ষিতা তরুনীর বাড়িতে বিজেপি মোর্চার প্রতিনিধি দল আসে , তরুণীর বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলে | 
 

/ Updated: Sep 09 2022, 03:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের রাজ্য বেআব্রু হল নারীর সম্মান | বুধবার সন্ধ্যায় টিটাগড়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে | বেশ কয়েকজন দুষ্কৃতী এই ঘটনায় যুক্ত | নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও হয়েছে | এদিন ধর্ষিতা তরুনীর বাড়িতে বিজেপি মোর্চার প্রতিনিধি দল আসে | তরুণীর বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলে | এরপর দোষীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি তুলে টিটাগর থানার সামনে  অবরোধ করে | এর ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে টিটাগর থানা সংলগ্ন বি টি রোড এলাকায় |