আরও কোণঠাসা অর্জুন, এবার গারুলিয়া পুরসভাও দখল করল তৃণমূল, দেখুন ভিডিও
- গারুলিয়া পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস
- তেরোজন কাউন্সিলর ফিরে আসেন শাসক দলে
গারুলিয়া পুরসভা ফের নিজেদের দখলে নিল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর এই পুরসভার ১৯ জন তৃণমূল কাউন্সিলর বিজেপি-তে যোগ দিয়েছিলেন। ফলে শাসক দলের হাতছাড়া হয়েছিল পুরসভাটি। এই পুরসভার চেয়ারম্যান সুনীল সিং সম্পর্কে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের শ্যালক। তাঁর সঙ্গে বিজেপি-তে যোগ দিয়েছিলেন অন্যান্য কাউন্সিলররা। কিন্তু লোকসভার ভোটের পর ধীরে ধীরে ধাক্কা সামলে কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটির মতো পুরসভাগুলি নিজেদের দখলে নিতে শুরু করে তৃণমূল। সম্প্রতি বিজেপি যোগ দেওয়া গারুলিয়া পুরসভার তেরোজন কাউন্সিলর ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন। এর পরেই পুরসভায় ফের সংখ্যাগরিষ্ঠ হয় শাসক দল। এ দিনই নতুন করে পুরবোর্ড গঠন হয় গারুলিয়া পুরসভায়। পুরপ্রধান নির্বাচিত হন পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় সিং।
এ দিনের পরে নিঃসন্দেহে নিজের এলাকায় আরও কোণঠাসা হয়ে পড়লেন অর্জুন সিং। আপাতত ভাটপাড়া পুরসভাকে বাঁচানোই লক্ষ্য তাঁর। অন্যদিকে তৃণমূলও চেষ্টা করবে অর্জুনের খাসতালুকে ভাটপাড়া পুরসভায় জিতে ওই অঞ্চলের সবকটি পুরসভার দখল নিতে।