'মদন মিত্রকে তিন বছর জেলে রেখেছিল সিবিআই', শ্যামনগরের সভায় কেন্দ্রকে নিশানা অভিষেকের
শ্যামনগরে তৃণমূল কংগ্রেসের জনসভায় আবারও সিবিআই-ইডি ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে।
শ্যামনগরে তৃণমূল কংগ্রেসের জনসভায় আবারও সিবিআই-ইডি ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে। তিনি বলেন, সারদা নারদ কাণ্ডে এখনও কিছু করতে পারেনি সিবিআই। সারদা কর্তা সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে একমঞ্চে ছিলেন বলে মদন মিত্রকে তিন বছর জেরে পুরে রেখেছিল। অথচ সুদীপ্ত সেনগুপ্ত যাদের নাম করে চিঠি লিখেছিলেন তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সিবিআই নিরপেক্ষ নয় বলেও অভিযোগ করেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব মোদীর সঙ্গে এক মঞ্চে ছিলেন। নীরব মোদী কোটি কোটি টাকা জালিয়াতি করে দেশ ছেড়ে চলে গেছে। তাহলে মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিৎ বলেও দাবি করেন তিনি। অভিষেক আরও বলেন, সিবিআই-ইডি আর পুলিশকে সামনে রেখে রাজনীতি করে না তৃণমূল কংগ্রেস। অভিষেকের সভায় অর্জুন সিং, মদন মিত্রর সঙ্গে উপস্থিত ছিলেন সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিকসহ তৃণমূলের জেলা নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বিজেপিকে সরাসরি নিশানা করেন। একই সঙ্গে তিনি নিশানা করেন রাজ্যপালকেও। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তিনি।