Canning incident: ক্য়ানিংয়ে তৃণমূল নেতা খুনে অভিযুক্তর বাড়ি ভাঙচুর

ক্যানিংয়ে খুন হন তৃণমূল নেতা মহরম শেখ। তাঁর খুনে অভিযোগ উঠেছে রফিক শেখ­এর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত রফিক শেখ এখনও অধরা। তাঁকেই গ্রেফতারের দাবি জানায় সেখানকার মানুষ।
 

/ Updated: Nov 23 2021, 09:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্যানিংয়ে (Canning) বাড়ির সামনেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলে গুলি। ক্যানিংয়ে খুন হন তৃণমূল নেতা (TMC leader) মহরম শেখ। ক্যানিংয়ের নিকারিঘাটার ঘটনা। তিনটি বাইকে চেপে ৮ থেকে ৯ জন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালায় বলে অভিযোগ। ওই তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে (SSKM hospital)। শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর হামলা চলে বলে অভিযোগ। তাঁকে লক্ষ্য করে চলতে থাকে এলোপাথারি গুলি। দুটি গুলি লাগে তাঁর বুক। এই ঘটনায় মৃত্যু হয় তাঁর। তাঁরই খুনি এখনও অধরা। তাঁকে খুনের অভিযোগ উঠেছে রফিক শেখের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত রফিক শেখ এখনও অধরা। তাঁকেই গ্রেফতারের দাবি জানায় সেখানকার মানুষ। তাঁর গ্রেফতারির দাবি তুলে চলে তাঁর বাড়ি ভাঙচুর। মঙ্গলবার এই ঘটনা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় সেখানে।