পুর বোর্ডের মেয়াদ শেষ, শহরে সাফাই অভিযানে নামলেন বিধায়ক
- পুরবোর্ডের মেয়াদ শেষ
- বিদায়ী চেয়ারম্যান বনে গিয়েছে প্রশাসক
- ময়লা জমছে শহরের আনাচে-কানাচে
- সাফাই অভিযানে নামলেন বিধায়ক নিজেই
করোনার আতঙ্ক, অসময়ে বৃষ্টিতে ছড়াচ্ছে ডেঙ্গুও। সাফাই অভিযানে নামলেন খোদ তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। নিজের হাতে নর্দমা পরিষ্কার করলেন হুগলির চুঁচুড়ায়। সঙ্গে ছিলেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা প্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায় ও বিদায়ী কাউন্সিলররা।
হুগলির চুঁচুড়া-সহ রাজ্যের বেশিরভাগ পুরসভায়ই বোর্ডের মেয়াদ শেষ। করোনা আতঙ্কে আপাতত নির্বাচন স্থগিত। পুরসভাগুলিতে প্রশাসক বসিয়েছেন সরকার। পুর পরিষেবা নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। দিনে দিনে ময়লা জমছে চুঁচুড়া শহরের আনাচে-কানাচে। পরিষ্কার করবে কে? আসরে নামলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শহরের ১ নম্বর ওয়ার্ডে নর্দমা পরিষ্কার করলেন তিনি। আগামী দিনে বাকি ওয়ার্ডগুলিতে সাফাই অভিযান চলবে বলে জানা গিয়েছে।