'আমার কথা বিকৃত করা হয়েছে', হুমকি নয় হামিদুলের গলায় এখন অন্য সুর
Mar 5, 2021, 3:20 PM IST
'দেখা হবে, খেলা হবে', এমনটাই বলেছিলেন হামিদুল রহমান রীতিমতন হুমকির সুর ছিল তাঁর গলায়। এই নিয়েই শুরু হয় বিতর্ক। তাঁর এই কথার তীব্র নিন্দা করেছেন অনেকেই। এবার তাঁরই গলায় অন্যসুর। এক দিনের মধ্যেই ৩৬০ ডিগ্রি পাল্টি খেলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। প্রার্থী তালিকা ঘোষণার আগেই এবার তাঁর মুখে একেবারে অন্যরকম কথা শোনা গেল। বললেন, আমার কথা বিকৃত করা হয়েছে। পাশাপাশি দিদির গুণগান করতেও শোনা গেল তাঁকে। তিনি আরও বলেন, খেলা হবে উন্নয়নের, খেলা হবে রাজনীতির হার-জিতের ।