হাতে লাঠি, মুখ ঢাকা, বীরভূমে তৃণমূলের শান্তি মিছিল

  • বীরভূমে এবার দুই আসনেই জিতেছে তৃণমূল
  • তবে অনেক বিধানসভা এবং পুর এলাকাতেই এগিয়ে বিজেপি
  • বিজেপি-র অশান্তির প্রতিবাদে ইলামবাজারে শান্তি মিছিল
  • হাতে লাঠি নিয়ে তৃণমূলের শান্তি মিছিলে বিতর্ক

/ Updated: Jun 09 2019, 04:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজেপি-র সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি মিছিল। আর সেই মিছিলে অংশগ্রহণকারীদেরই হাতে মোটা মোটা বাঁশ, লাঠি। কয়েকজনের আবার গামছা দিয়ে মুখ ঢাকা। বীরভূমের ইলামবাজারে এভাবেই শান্তি মিছিল করল রাজ্যের শাসক দল। স্বভাবতই মিছিলে অংশগ্রহণকারীদের আচরণ দেখে তাঁরা প্রকৃত কেমন কতটা শান্তি বার্তা দিতে চাইলেন, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

তৃণমূলের ইলামবাজার ব্লক সভাপতি দুলাল ঘোষের নেতৃত্বেই এই মিছিল হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে লাঠি বা মুখ ঢাকা কেন, সেসব প্রশ্নকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তিনি। বক্তব্য রাখতে গিয়ে দুলালবাবু বলেন, " আমরা ইলামবাজারে হেরে গিয়েছি, তার মানে শেষ হয়ে যাইনি। পয়সা দিয়ে যারা গ্রামে গ্রামে অশান্তি করলে সেই গ্রামে জয় হিন্দ বাহিনী ঢুকবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিলে ভাল, নাহলে আমরাই আইন হাতে তুলে নেব।"