আজ ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ডে, বকখালি সমুদ্র সৈকতেও পালিত হল এই বিশেষ দিন
দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেশন ফ্রেজারগঞ্জ এর পক্ষ থেকে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে । স্কুল কলেজ পড়ুয়া , স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় মানুষরা বকখালি সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা পরিষ্কারে সামিল হয়
আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ডে | দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি পর্যটন কেন্দ্রেও অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ডে | ইন্ডিয়ান কোস্ট গার্ড স্টেশন ফ্রেজারগঞ্জ এর পক্ষ থেকে পালিত হল এই অনুষ্ঠান | এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত কুমার মালি ও নামখানার বিডিও শ্রী সান্তনু সিংহ ঠাকুর | স্কুল কলেজ পড়ুয়া , স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় মানুষরাও বকখালি সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা পরিষ্কারে সামিল হয় |