পুকুর থেকে উদ্ধার বিশালাকার কচ্ছপ

  • মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলা হয়েছিল
  • সেই জালে উঠল কচ্ছপ
  • খবর ছড়িয়ে পড়তে এলাকার শোরগোল
  • কচ্ছপটিকে উদ্ধার করেছে বনদপ্তর

/ Updated: Aug 28 2020, 06:00 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাছ ধরার জালে শেষকিনা উঠল বিশালাকার কচ্ছপ! খবর চাউর হতে সময় লাগেনি। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়া সিমলাপাল এলাকায়। কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বনকর্মীরা।

চাষের ক্ষেত, পুকুর... বাংলার আর পাঁচটি গ্রামের সঙ্গে কোনও পার্থক্য নেই সিমলাপালের রামনগর এলাকার। স্থানীয় কয়েকজন যুবক মাছ ধরার জন্য শুক্রবার সকালে জাল ফেলেন পুকুরে। সেই জালে ওঠে আসে একটি বিশাল কচ্ছপ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় কচ্ছপ আগে কখনও দেখেননি। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পুকুরপাড়ে ভিড় জমান বহু মানুষ। খবর দেওয়া হয় বন দপ্তরের রেঞ্জ অফিসে। কচ্ছপটিকে উদ্ধার করে স্থানীয় জুনকুড়িয়া জলাধারে ছেড়ে দিয়েছেনস বনকর্মীরা।