মূল্যবান অলঙ্কার ফিরিয়ে দিলেন বর্ধমানের টোটো চালক, নজির গড়লেন সততার
বড়মায়ের বিসর্জন দেখতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লীর মণ্ডল পরিবার। ফেরার সময় গৃহকর্তী লক্ষ্য করেন খোয়া গিয়েছে তাঁর গলার ২ ভরি সোনার হার। উৎসবের মাঝে সকলের মন খারাপ হয়ে যায়। কিন্তু মণ্ডল পরিবারের সেই হাসি ফিরিয়ে দিলেন খুন্ন গ্রামের এক টোটো চালক।
বড়মায়ের বিসর্জন দেখতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের রবীন্দ্রপল্লীর মণ্ডল পরিবার। ফেরার সময় গৃহকর্তী লক্ষ্য করেন খোয়া গিয়েছে তাঁর গলার ২ ভরি সোনার হার। উৎসবের মাঝে সকলের মন খারাপ হয়ে যায়। কিন্তু মণ্ডল পরিবারের সেই হাসি ফিরিয়ে দিলেন খুন্ন গ্রামের এক টোটো চালক। গত ২ বছর ধরে টোটো চালাচ্ছেন সঞ্জীব সামন্ত। টোটো চার্জ দিতে গিয়ে তিনি সোনার হারটি দেখতে পান। সন্দেহ করেন কোনও যাত্রী তা ভুল করে ফেলে গিয়েছেন। সেই মত রবীন্দ্রপল্লীর মণ্ডল বাড়িতে খোঁজ নিতে যান সঞ্জীব। আর হার ফিরে পায় তার মালকিনকে। টোটো চালক সঞ্জীব সামন্তর এই সততার প্রশংসায় পঞ্চমুখ এখন গোটা ভাতার।