বাঘের এনক্লোজারে খারাপ হল বাস, আতঙ্কের প্রহর যাত্রীদের, দেখুন সেই ভিডিও

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সাধারণত প্রতিদিনই ভিড় জমান বহু পর্যটক। এক্কেবারে কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যান তাঁরা। বুধবারও তেমনি গিয়েছিলেন একদল পর্যটক। বাসে করে পর্যটকরা পৌঁছে গিয়েছিলেন এক্কেবারে এনক্লোজারের সামনে। তবে এই আনন্দের ভ্রমণের মাঝে সুর কাটল গাড়ি। আচমকাই মাঝপথে খারাপ হল পর্যটকদের গাড়ি।

/ Updated: Dec 04 2019, 07:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সাধারণত প্রতিদিনই ভিড় জমান বহু পর্যটক। এক্কেবারে কাছ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যান তাঁরা। বুধবারও তেমনি গিয়েছিলেন একদল পর্যটক। বাসে করে পর্যটকরা পৌঁছে গিয়েছিলেন এক্কেবারে এনক্লোজারের সামনে। তবে এই আনন্দের ভ্রমণের মাঝে সুর কাটল গাড়ি। আচমকাই মাঝপথে খারাপ হল পর্যটকদের গাড়ি। সাফারি পার্কের ভিতরে বাঘের এনক্লোজারের সামনেই গাড়ির ভিতরে আটকে পড়েন পর্যটকরা। গাড়ির বাইরে তখন ঘুরে বেড়াচ্ছে  বাঘ মামা। যেকোন সময় গাড়িতে হামলা করতে পারে বাঘ, এই আতঙ্কের তখন কাঁটা পর্যটকরা। যদিও খবর পেয়েই গাড়ি সারাইয়ের উদ্যোগ নে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই বিকল্প গাড়ির বন্দোবস্ত করা হয়। অন্য একটি গাড়িতে করে পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাঘের এনক্লোজার থেকে অন্যত্র বেরতে পেরে হাঁফ নিয়ে বাঁচেন পর্যটকরা।