মর্মান্তিক দুর্ঘটনা ! বাসের ধাক্কায় মৃত্যু এক মহিলার
বাগদার হেলেঞ্চার বাসিন্দা মনোতোষ বিশ্বাস, তার স্ত্রী শিপ্রা বিশ্বাসকে নিয়ে স্কুটিতে করে বনগাঁয় আসছিলেন বারাসাত যাওয়ার উদ্দেশ্যে, তখন একটি বাস স্কুটিতে ধাক্কা মারলে স্কুটি থেকে পরে মৃত্যু হয় তার স্ত্রী শিপ্রা বিশ্বাসের |
বাসের ধাক্কায় মৃত্যু শিপ্রা বিশ্বাস নামে এক মহিলার | সে তার স্বামীর সাথে স্কুটিতে করে বনগাঁয় আসছিলেন | তখন একটি বাস স্কুটিতে ধাক্কা মারলে স্কুটি থেকে পরে যান তিনি | এর পর তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় তার | অস্বাভাবিক নিত্য মামলার রুজু করে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ