মর্মান্তিক ঘটনা! প্রতিমা নিরঞ্জনে গিয়ে নদীতে তলিয়ে গেল এক যুবক
প্রতিমা নিরঞ্জনে গিয়ে নদীর জলে তলিয়ে গেলেন একজন, সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ মেলেনি, ঘটনাটি ঘটেছে শহর শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ফুলবাড়ির মহানন্দা নদীতে
মহানন্দায় বিশ্বকর্মা প্রতিমা নিরঞ্জনে গিয়েছিলেন | প্রতিমা নিরঞ্জন শেষে তারা সেখানেই পিকনিক করছিলেন | সন্ধ্যার সময় বাসন মাজার পর তিন নদীতে নামেন | আচমকাই তারা জলের তোড়ে ভেসে যায় | তলিয়ে যেতে থাকা দু'জনকে উদ্ধার সম্ভব হলেও একজনকে উদ্ধার করা যায়নি | ঘটনাস্থলে পৌঁছোয় ফাঁসিদেওয়া থানার পুলিশ