ট্রেনে হামলা, পাথর বৃষ্টি, প্রতিবাদের নামে তাণ্ডব উলুবেড়িয়ায়, দেখুন ভিডিও
- নাগরিকত্ব আইনের প্রতিবাদে উলুবেড়িয়ায় ট্রেনে হামলা
- ট্রেন লক্ষ করে পাথর, আহত যাত্রীরা
- ট্রেনে আটকে আতঙ্কিত যাত্রীরা
নাগরিকত্ব আইনে রাজ্যের বিভিন্ন প্রান্তেই সকাস থেকে বিক্ষোভ- প্রতিবাদ চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন সত্ত্বেও এবার ট্রেনে হামলা চালালো বিক্ষোভকারীরা। ট্রেন লক্ষ করে ছোড়া হল পাথর, ভয় দেখানো হল যাত্রীদের। আতঙ্কে স্টেশন চত্বর ছেড়ে পালান বহু যাত্রী। দক্ষিণ পূর্ব রেলের পক্ষে জানানো হয়েছে, অবরোধের জেরে হাওড়া- খড়্গপুর শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে।
এ দিন সকাল থেকেই উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর পর উলুবেড়িয়া স্টেশনের কাছে শুরু হয় রেল অবরোধ। তার ফলে আটকে পড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, কাণ্ডারি এক্সপ্রেস, ইস্ট- কোস্ট এক্সপ্রেস, যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস- সহ বেশ কয়েকটি ট্রেন। এ ছাড়াও বেশ কয়েকটি লোকাল ট্রেনও আটকে রয়েছে।কিছুক্ষণের মধ্যে ট্রেনে হামলা চালাতে শুরু করে মারমুখী বিক্ষোভকারীরা। ভাঙা হয় কেবিন রুমও। বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে আহত হন বেশ কয়েকজন যাত্রী। আতঙ্কে ট্রেনের জানলা, দরজা বন্ধ করে দেন যাত্রীরা। বিক্ষোভ সামাল দিতে গিয়ে বেশ কয়েকজন জিআরপি কর্মীও আহত হন। দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনগুলি। লাঠি হাতে স্টেশন চত্বরেও যাত্রীদের ভয় দেখানো হয় বলে অভিযোগ।