দিলীপ ঘোষ অপদার্থ বিধায়ক, কটাক্ষ শুভেন্দুর, দেখুন ভিডিও
- খড়গপুর উপনির্বাচনের প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী
- এলাকার প্রাক্তন বিধায়ককে অপদার্থ বলে কটাক্ষ করেন তিনি
- ২০২১-এ বিধানসভা ভোটে দাঁড়ানোর ভয়ে পালিয়েছেন দিলীপ ঘোষ
- এমনই দাবি পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। আর এবার খড়গপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে রাজ্য সভাপতি সভাপতি দিলীপ ঘোষকে 'অপদার্থ বিধায়ক' পাল্টা কটাক্ষ করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'গত তিন বছরে বিধায়ক হিসেবে খড়গপুরে কোনও কাজ করেননি দিলীপ ঘোষ। ২০২১ সালে বিধানসভা ভোটে যাতে না দাঁড়াতে হয়, তাই লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন তিনি।' ২০১৬ সালে বিধানসভা ভোটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর লোকসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু গত লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর কেন্দ্র থেকে ফের হন তিনি। ভোটে জিতে এখন সাংসদ হয়েছেন তিনি। ফলে খড়গপুরে বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হচ্ছে।