পতাকার পর 'তেরঙা এবার মাক্সে', স্বাধীনতার আবেগে ভাসছে নদিয়া
- পতাকার পর এবার চাহিদায় তেরঙা মাস্ক
- নদিয়ায় বিক্রি শুরু তেরঙা মাস্কের
- চাহিদার সঙ্গে জোগান দিয়ে চলছে পাল্লা
স্বাধীনতা দিবসের দিন আপামর ভারতবাসী বাড়ি, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস সহ পাড়ার ক্লাবে জাতীয় পতাকা উত্তোলন করে। ছোট পতাকার চেন দিয়ে মুড়ে দেওয়া হয় পথঘাট বাড়ির ছাদ।স্বাধীনতার দিবসে প্রতিবছরই তেরঙা পতাকা চাহিদা থাকে। এবার করোনা আবহে পতাকা পাশাপাশি ব্যাপক চাহিদা নদিয়া জেলা জুড়ে তেরঙা মাস্কের। সরকারিভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার কথা বারবার বলা হচ্ছে। রাস্তাঘাট কর্মস্থলে বা প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলেই অত্যাবশ্যকীয় মাস্ক।নদিয়ার সীমান্তবর্তী মাজদিয়া বাজারের অধিকাংশ দোকানেই বিক্রি হয় তেরঙা মাস্ক বলে জানালেন ব্যবসায়ী তারক সরকার। তিনি বলেন, তেরঙা পতাকার পাশাপাশি অবশ্যই ব্যাপক চাহিদা মাস্কের। তিনি বলেন এতটাই চাহিদা যে পরিমাণ মাস্ক তুলে ছিলাম প্রায় শেষের দিকে। আর মাত্র দুদিন পরে স্বাধীনতা দিবস।