Howrah shootout: হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা ওয়াজুল খান
হাওড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা ওয়াজুল খান। হাওড়া জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক তিনি। তাঁকে লক্ষ্য করেই সোমবার রাতে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনার পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাওড়া (Howrah) জেলা সদরের তৃণমূলের (Trinamool Congress) সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল খানকে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটে। তাঁকে নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে তিনি যখন বাড়ির সামনে বসেছিলেন সেই সময় দুষ্কৃতীরা গুলি করে চম্পট দেয়। কে বা কারা গুলি করেছে এখনও তা স্পষ্ট নয়। তাঁর ভাই গুড্ডু খান বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। গুড্ডুর স্ত্রী নাসরিন খাতুন হাওড়া পুরসভা প্রাক্তন টিএমসি কাউন্সিলর ছিলেন। গুড্ডু খান জানিয়েছেন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। অন্যদিকে তৃণমূল কর্মীদের দাবি, বিজেপি এই ঘটনার সঙ্গে জড়িত। ওয়াজুল ওই এলাকায় জথেষ্ট জনপ্রিয় ছিলেন তাই তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে।