বাঙালির প্রেম দিবসে এক হল চার হাত, বিয়ে সারলেন দৃষ্টিহীন কৃষ্ণ ও সঙ্গীতা

  • অন্যধরনের সরস্বতী পুজো কৃষ্ণ-সঙ্গীতার
  • মহা এই পবিত্র দিনে ঘর বাঁধলেন কৃষ্ণ-সঙ্গীতা
  • কৃষ্ণ ও সঙ্গীতা দু'জনেই দৃষ্টিহীন
  • ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করেছেন তাঁরা 
  • নবদ্বীপ পোড়ামা মন্দিরে একে অপরের হাত ধরেন তাঁরা
/ Updated: Feb 17 2021, 02:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দৃষ্টিহীনরাও সাধারণ মানুষেরই মত। আরও একবার তেমটাই প্রমাণ হল। বিয়ে সারলেন দুই দৃষ্টিহীন। কৃষ্ণ ও সঙ্গীতা দু'জনেই ব্লাইন্ড স্কুলে পড়তেন। এক কমন ফ্রেন্ডে ও শিক্ষকের মাধ্যমে আলাপ হয় দু'জনের। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু'জনের মধ্যে। এবার তারাই বিয়ে সারলেন। সরস্বতী পুজো বাঙালির ভ্যালেনটাইন্স ডে, ওই দিনই তাঁদের চার হাত এক হল। নবদ্বীপের পোড়ামা মন্দিরে বিয়ে সারেন তাঁরা। বিয়ের পরে চলল খাওয়াদাওয়া। বিয়ের মেনুতে ছিল রুই মাছের ঝোল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ফুল কপির রসা, চাটনি, দই ও মিষ্টি।