বাইকের ‘টুল বাক্স’ ভেঙে টাকা লুঠের অভিযোগ, পালাতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ল ২ দুষ্কৃতী

বাইকের টুল বাক্স ভেঙে টাকা লুঠের অভিযোগ। টাকা লুঠ করে পালানোর সময়েই পুলিশের হাতে ধরা পড়ল ভিন রাজ্য থেকে আসা দুই দুস্কৃতি। ধৃতদের নাম আউল সোম ও রাণা আউল প্রধান। এদের মধ্যে একজনের বাড়ি ওড়িশার গঞ্জাম জেলার আসকা থানার ডোমকুনি সাহাপুর এলাকায়। অপর ধৃত রাণার বাড়ি ওড়িশার জয়পুর জেলার কোরাই থানার পূর্বকোটে এলাকায়। মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশের নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে এই দুই দুস্কৃতী। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় ছিনতাই হওয়া টাকাও। 

/ Updated: Aug 11 2021, 12:22 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাইকের টুল বাক্স ভেঙে টাকা লুঠের অভিযোগ। টাকা লুঠ করে পালানোর সময়েই পুলিশের হাতে ধরা পড়ল ভিন রাজ্য থেকে আসা দুই দুস্কৃতি। ধৃতদের নাম আউল সোম ও রাণা আউল প্রধান। এদের মধ্যে একজনের বাড়ি ওড়িশার গঞ্জাম জেলার আসকা থানার ডোমকুনি সাহাপুর এলাকায়। অপর ধৃত রাণার বাড়ি ওড়িশার জয়পুর জেলার কোরাই থানার পূর্বকোটে এলাকায়। মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশের নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে এই দুই দুস্কৃতী। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় ছিনতাই হওয়া টাকাও।