'সহজে টিকা' এবং 'সবার জন্য ১০০', মানুষের কথা ভেবে পুরুলিয়ায় সূচনা হল দুই প্রকল্পের
- পুরুলিয়ায় শুরু হল নতুন দুই প্রকল্প
- জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল এই প্রকল্প
- একটি প্রকল্পের নাম 'সহজে টিকা' এবং অন্যটি 'সবার জন্য ১০০'
- বলরামপুর ব্লকের কুড়নি গ্রামে এই দুটি প্রকল্পের সূচনা হয়েছে
পুরুলিয়ায় শুরু হল নতুন দুই প্রকল্প। জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল এই প্রকল্প। একটি প্রকল্পের নাম 'সহজে টিকা' এবং অন্যটি 'সবার জন্য ১০০'। বলরামপুর ব্লকের কুড়নি গ্রামে এই দুটি প্রকল্পের সূচনা হয়েছে। এতে অনেক মানুষ উপকৃত হবে বলে মনে করছেন পুরুলিয়ার জেলাশাসক। এই কর্মসূচিতে বিশেষত বয়স্ক মানুষদের জন্য যারা টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারছেন না তারা বাড়ির পাশেই টিকা নিতে পারবেন, এবং যাদের ১০০ দিনের অ্যাক্টিভ জব কার্ড রয়েছে তারা বাড়ির পাশেই ১০০ দিনের কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন। মূলত এই করোনা আবহে কোভিড বিধি মেনে হবে কাজ, জানালেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার।