স্বাধীনতা দিবসে ভয়াবহ ঘটনা, নিউ জলপাইগুড়ি স্টেশনে বোমাতঙ্ক

নিউ জলপাইগুড়ি স্টেশন চত্তর থেকে উদ্ধার হওয়া গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক। সূত্রের খবর, ওটা বিস্ফোরক ছিল বলেই জানিয়েছেন আরপিএফ -এর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার এজি ফারুক। তিনি বলেন কী ধরণের বিস্ফোরক ছিল তা বমস্কোয়ার্ড বলতে পারবে। তবে বস্তুটিও নিস্ক্রিয় করা হয়। উল্লেখ্য, একটি গোলাকার বস্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ বস্তুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রেলের আধিকারিক ও বোম্ব স্কোয়াড সেটিকে উদ্ধার করে স্টেশন সংলগ্ন ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানেই বস্তুটিকে পরীক্ষা করে দেখা হয়। ঘটনাস্থলে পৌঁছোয় সিআইডি বম্ব ডিস্পোজাল ইউনিট ও দমকল বাহিনী। বম্ব ডিসপজাল ইউনিট সূত্রে খবর, গোলাকার বস্তুটি বিস্ফোরক। সেটিকে নিষ্ক্রিয় করা হয়। তবে এত আঁটোসাটো নিরাপত্তা ব্যাবস্থা থাকা সত্বেও কিভাবে কারা নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিস্ফোরকটি রেখে গেল তা ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।

/ Updated: Aug 15 2021, 08:26 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নিউ জলপাইগুড়ি স্টেশন চত্তর থেকে উদ্ধার হওয়া গোলাকার বস্তু ঘিরে বোমাতঙ্ক। সূত্রের খবর, ওটা বিস্ফোরক ছিল বলেই জানিয়েছেন আরপিএফ -এর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার এজি ফারুক। তিনি বলেন কী ধরণের বিস্ফোরক ছিল তা বমস্কোয়ার্ড বলতে পারবে। তবে বস্তুটিও নিস্ক্রিয় করা হয়। উল্লেখ্য, একটি গোলাকার বস্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ বস্তুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রেলের আধিকারিক ও বোম্ব স্কোয়াড সেটিকে উদ্ধার করে স্টেশন সংলগ্ন ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানেই বস্তুটিকে পরীক্ষা করে দেখা হয়। ঘটনাস্থলে পৌঁছোয় সিআইডি বম্ব ডিস্পোজাল ইউনিট ও দমকল বাহিনী। বম্ব ডিসপজাল ইউনিট সূত্রে খবর, গোলাকার বস্তুটি বিস্ফোরক। সেটিকে নিষ্ক্রিয় করা হয়। তবে এত আঁটোসাটো নিরাপত্তা ব্যাবস্থা থাকা সত্বেও কিভাবে কারা নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে বিস্ফোরকটি রেখে গেল তা ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।