একাধিক কর্মসূচি নিয়ে দু'দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

দু'দিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার সহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।

/ Updated: May 05 2022, 03:18 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৫ মে, বৃহস্পতিবার দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা বিমানবন্দরে এসে পৌছন। কলকাতা বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ শীর্ষ নেতৃত্বরা । এই সফরে বুধবার আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর সূচি পাল্টে যায় তাঁর। বিধানসভা নির্বাচনের  পর প্রথম রাজ্যে এলেন অমিত শাহ। রাজ্যে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে অসন্তোষ পুরনো কর্মী সমর্থকদের।বারাসত সহ রাজ্যের বিভিন্ন জায়গায়,পুরনো বিজেপি কর্মী আর নতুন দায়িত্ব পাওয়া নেতৃত্বের মধ্যে বিবাদ শুরু হয়েছে,এমনকি অনেককে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে দেখা গেছে, অনেকে আবার নিজের পদ ছেড়েছেন।রাজনৈতিক মহলে এই নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে। এই সফরে রাজ্যের বিজেপি সংগঠনের হাল ধরতে কর্মীদের পরামর্শ দেবেন অমিত শাহ,এমনটাই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যে এসেই হিঙ্গলগঞ্জে গিয়েছেন অমিত শাহ। সেখান থেকে শিলিগুড়িতে গিয়ে, সেখানেই রাত কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৬ মে, শুক্রবার অমিত শাহ তিন বিঘা এলাকা পরিদর্শনে যাবেন। সেখান থেকে কলকাতায় ফেরার কথা তাঁর। শুক্রবার কলকাতায় দুটি বৈঠক হওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি শুক্রবার দুপুর ২টো নাগাদ রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। 

Read more Articles on