জগন্নাথ, বলরাম, শুভদ্রার নৌকাবিহার, দেখতে ভিড় পুরুলিয়ায়, রইল ভিডিও

  • পুরুলিয়ায় অভিনব পদ্ধতিতে উল্টোরথ উদযাপন
  • জগন্নাথ, বলরাম, শুভদ্রাকে নিয়ে নৌকাবিহার
  • পুরুলিয়া শহরের নিবারণ সায়রে ঘোরানো হল বিগ্রহ
/ Updated: Jul 12 2019, 10:54 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুরী নয়, জগন্নাথ-সুভদ্রা- বলভদ্রের নৌকা বিহার হল পুরুলিয়া শহরের নিবারণ সায়রে। শুক্রবার উল্টো রথের দিন প্রথা ভেঙে তিন ভাই বোনকে ইসকনের পূজারী কাঁধে চাপিয়ে নৌকায় স্থাপন করেন। রাধা-কৃষ্ণ প্রেমকথার নৌকা বিহার নয়, জগন্নাথ দেব এখানে নৌকা বিহার করেছেন দাদা এবং বোনকে নিয়ে। শিকারায় চেপে আধ ঘন্টা জলবিহার করানো হয় জগন্নাথ, বলরাম এবং শুভদ্রাকে। 

পুরুলিয়া শহরের কাছেই সরবাগানে কয়েক বছর আগে গড়ে ওঠা জগন্নাথ মন্দিরে এমন অভিনব উদ্যোগ দেখে আনন্দ পেয়েছেন শহরের মানুষ। আর জগন্নাথ, বলরাম এবং শুভদ্রার নৌকাবিহার দেখতে প্রচুর মানুষ ভিড় জমান ঝিলের দু' পাড়ে।