মাধ্যমিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! বাড়ি থেকে মিলল রক্তলেখা ডাইরি

মাধ্যমিক পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, বাড়ি থেকে মিলল রক্তলেখা ডাইরি, ডাইরিতে লেখা তরুণীর প্রতি ভালবাসার কথা

/ Updated: Sep 09 2022, 11:37 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাধ্যমিক পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু | বৃহস্পতিবার ওই ছাত্রী নিজের ঘরে গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করে | বাড়ি থেকে মিলল রক্তলেখা ডাইরি | ঘটনাটি অশোকনগরের গুমা নেতাজিনগর এলাকায় | মৃত কিশোরী ডাইরিতে লেখা এক তরুণীর প্রতি ভালবাসার কথা | বেশ কিছুদিন ধরে বিবাহ বিচ্ছিন্না এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় | পরিবারের অভিযোগ টিনা নামের মেয়েটির কারণেই আত্মহত্যা করেছে এই ছাত্রী |