গোসাবা ব্লকে শুরু হল ভ্যাকসিন অন বোট, নজরে এই মুহূর্তের কিছু বড় খবর

  • দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ
  • শান্তিনিকেতন যেতে বাধ্যতামূলক কোভিড টেস্ট 
  • খুনের রাজসাক্ষীকে নৃশংসভাবে খুন
  • রাজ্যে মহার্ঘ জ্বালানী

/ Updated: Jul 06 2021, 07:13 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশে করোনার দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী। ১১১ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের নিচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। শান্তিনিকেতন অথবা কঙ্কালীতলায় যেতে হলে এবার থেকে বাধ্যতামূলক করোনা পরীক্ষা। বীরভূমের মোট তিনটি জায়গায় তৈরি হচ্ছে ৬টি কিয়স্ক পয়েন্ট। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই সেখানে যাওয়া যাবে। খুনের রাজসাক্ষী যুবককে নৃশংসভাবে খুন। মৃত যুবকের নাম আব্দুর গফফার পুরকাইত। ভাইয়ের খুনের রাজসাক্ষী ছিল সে। সোমবার রাতে তাঁকে নৃশংস ভাবে খুনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার ইটবাড়ি গ্রামের ঘটনা। রাজ্যে মহার্ঘ জ্বালানী, কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। রাজ্যের একাধিক জেলায় পেট্রোলের দাম ১০০ পেরলো। কলকাতায় পেট্রোল লিটার প্রতি ৯৯ টাকা ৮৮ পয়সা। ডিজেলের দাম ৯২ টাকা ৩১ পয়সা। লাগাতার দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের। বাড়ছে রান্নার গ্যাসের দামও। জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও। এই নিয়েই এবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার সকালে চেন্নাইয়ে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের। ভোর পৌনে পাঁচটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বুধবার কলকাতায় তাঁর মরদেহ নিয়ে আসা হবে। আসানসোলের বরাকার ফাঁড়িতে বন্দির মৃত্যুর অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। থানা ঘেরাও করে শুরু হয় ইটবৃষ্টি। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। গোসাবা ব্লকে শুরু হল ভ্যাকসিন অন বোট কর্মসূচি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথন কুমিরমারি দ্বীপে ভ্যাকসিন অন বোট -এর উদ্বোধন করেন। এবার সেখানে নৌকায় করেই গ্রামে গ্রামে পৌঁছে গিয়ে টিকাকরণ করবেন স্বাস্থ্যকর্মীরা। গত বছরের পর এবছরও ২১শে জুলাই শহিদ দিবস ভার্চুয়ালি পালন করবে তৃণমূল। টুইট করে জানিয়েদিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার জেরেই আরও একবার ভার্চুয়ালি শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।