Asianet News BanglaAsianet News Bangla

'বোনের' সঙ্গে চটুল নাচ, ভাইরাল তৃণমূল নেতার নাচের ভিডিও

Nov 20, 2019, 10:55 AM IST

মহিলার সঙ্গে তৃণমূল নেতার নাচ। আর সেই ভিডিও-ই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক মহিলার সঙ্গে চুটিয়ে নাচলেন ধনেখালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ সফিকুল ইসলাম। হুগলির ধনেখালির কালীতলার ঘটনা। তৃণমূল নেতার অবশ্য দাবি, তিনি পারিবারিক অনুষ্ঠানে নাচ করছিলেন। যে মহিলার সঙ্গে তিনি নাচছিলেন, তিনি সম্পর্কে তাঁর বোন। যদিও তৃণমূল নেতার এই ভিডিও- কে হাতিয়ার করে স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, এটাই তৃণমূলের সংস্কৃতি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, ওই তৃণমূল নেতাকে অনেক দিন আগে থেকেই পঞ্চায়েতের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল নেতারও দাবি, অসুস্থ থাকায় তিনি প্রায় ছ' মাস পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না। 

তৃণমূল নেতা পারিবারিক অনুষ্ঠানে বোনের সঙ্গে নেচেছেন বলে দাবি করলেও নাচের সময় তাঁর অঙ্গভঙ্গি যথেষ্টই আপত্তিকর ছিল বলে অভিযোগ বিরোধীদের। নাচের অনুষ্ঠান চলাকালীন উপস্থিত একজনকে ওই মহিলার সামনে টাকার বান্ডিল ধরে থাকতেও দেখা গিয়েছে। 
 

Video Top Stories