জঙ্গল ছেড়ে নদীর ধারে দক্ষিণরায়, ক্যামেরাবন্দি ভিডিও
সুন্দরবন ঘুরতে গিয়ে বড় প্রাপ্তি। ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। জঙ্গলের পাশে নদীর চরে বসে রোদ পোহাচ্ছিল বাঘটি। সুন্দরবনের পিরখালি ৬ নম্বর জঙ্গলের সামনে দেখা যায়। পর্যটকরাই ক্যামেরাবন্দি করেন বাঘের ভিডিও।
সুন্দরবন ঘুরতে গিয়ে বড় প্রাপ্তি। ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। জঙ্গলের পাশে নদীর চরে বসে রোদ পোহাচ্ছিল বাঘটি। সুন্দরবনের পিরখালি ৬ নম্বর জঙ্গলের সামনে দেখা যায়। পর্যটকরাই ক্যামেরাবন্দি করেন বাঘের ভিডিও। সুন্দরবন ঘুরতে গিয়ে ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। সুন্দরবনের পিরখালি ৬ নম্বর জঙ্গলে মঙ্গলবার দুপুরে একটি রয়েল বেঙ্গল টাইগার এর দর্শন পান একদল পর্যটক। জঙ্গলের পাশে নদীর চরে বসে বাঘটি রোদ পোহাচ্ছিল। নদীতে ভ্রমণের সময় পর্যটকরা সেই দৃশ্য দেখে নিজেদের মোবাইল ফোনেই তা ক্যামেরা বন্দী করেন। সুন্দরবন ভ্রমণে এসে বাঘের দর্শন মেলায় যথেষ্ট খুশি পর্যটক দলটি।