ভাইরাল ক্লাসরুমের ভেতরে পড়ুয়াদের নাচের ভিডিও , নিন্দার ঝড় গঙ্গারামপুর শহরজুড়ে

গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের কিছু পড়ুয়া ইউনিফর্ম পরেই  ক্লাসরুমের ভেতরে বাংলা গানে নাচানাচি করে, সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় শহরজুড়ে । video of students dancing inside the classroom, video goes viral

/ Updated: Sep 04 2022, 02:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ইউনিফর্ম পরেই ক্লাসরুমের ভেতরে পড়ুয়াদের নাচের ভিডিও ভাইরাল | তারা 'কোকাকোলা' নামক বাংলা গানে নাচানাচি করে | ঘটনাটি গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের | বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বেশকিছু ছাত্রছাত্রী ক্লাসরুমে ইউনিফর্ম পরে নাচ করে | সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় শহরজুড়ে | বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান |