পালকি, গায়ে হলুদ, মালাবদল, বিয়ের অত্যাচারে কাহিল দুই ব্যাঙ
- বাঁকুড়ার ভগবানবাটি গ্রামের ঘটনা
- বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা
- গায়ে হলুদ থেকে সিঁদুরদান, নিয়ম মেনে হল সবই
বৃষ্টির দেখা নেই। তাই ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা। পালকি চড়িয়ে নিয়ে আসা হল বর ব্যাঙকে। নিয়ম মেনে হল গায়ে হলুদ, সিঁদুর দান, মালাবদলের মতো সবকিছুই। রীতিমতো পুরোহিত এনে যাবতীয় নিয়ম মেনে বিয়ে দেওয়া হল দুই ব্যাঙের। বৃষ্টির আশায় মঙ্গলবার এভাবেই জাঁকজমক করে ব্যাঙের বিয়ে দেওয়া হল বাঁকুড়ার ইন্দাস থানার ভগবানবাটি গ্রাম। সকাল থেকেই গ্রামে ছিল সাজো সাজো রব। মাইকে গান বাজানো থেকে প্যান্ডেল, মিষ্টিমুখ, সবকিছুরই ব্যবস্থা ছিল। তবে বিয়ের অত্যাচারে রীতিমতো কাহিল অবস্থা হয়েছিল দুই ব্যাঙের।