খড়ের গাদায় বারো ফুটের পাইথন, দেখতে ভিড় গড়বেতায়, রইল ভিডিও

  • পশ্চিম মেদিনীপুরে উদ্ধার বারো ফুটের পাইথন
  • সাপ দেখতে ভিড় সাধারণ মানুষের
  • পাইথনকে উদ্ধার করে নিয়ে যায় বন দফতর
     
/ Updated: Jul 20 2019, 05:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এ দিন সকাল ১০ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার শোলাগেড়া গ্রামে পাইথনটির দেখা পাওয়া যায়। অসীত সামুই নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির খড়ের গাদার মধ্যে লুকিয়ে ছিল সাপটি। খড় সরাতে গিয়েই বিশালাকার সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অসীতবাবুর স্ত্রী। তাঁর চিৎকারেই ছুটে আসেন প্রতিবেশীরা। 

ধীরে ধীরে সাপ দেখতে আরও ভিড় জমে যায়। পাইথনটিকে সরিয়ে একটি ঘেরা জায়গায় রাখা হয়। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে বন দফতরের ধামকুড়িয়া বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হন। সাপটিকে  উদ্ধার করে নিয়ে যান তাঁরা।