৫৯ ফুট লম্বা অতিকায় তিমি ভেসে এল সমুদ্রের পাড়ে

নামখানার হরিপুরের লয়ালগঞ্জে সমুদ্রের ধারে ভেসে এল অতিকায় তিমি। স্থানীয়রাই প্রথম তিমির মৃতদেহটি পড়ে থাকতে দেখে সেখানে। স্থানীয়রা তিমিটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয়। বনদপ্তরের কর্মীরা গিয়ে তিমিটিকে উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর, মৃত তিমিটি লম্বায় প্রায় ৫৯ ফুট লম্বা এবং ২২ ফুট চওড়া। এই তিমিটি ফিন হোয়েল প্রজাতির, জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা। কী ভাবে তিমিটির মৃত্যু হয়েছে ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে। 
 

/ Updated: Sep 06 2021, 08:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নামখানার হরিপুরের লয়ালগঞ্জে সমুদ্রের ধারে ভেসে এল অতিকায় তিমি। স্থানীয়রাই প্রথম তিমির মৃতদেহটি পড়ে থাকতে দেখে সেখানে। স্থানীয়রা তিমিটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেয়। বনদপ্তরের কর্মীরা গিয়ে তিমিটিকে উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর, মৃত তিমিটি লম্বায় প্রায় ৫৯ ফুট লম্বা এবং ২২ ফুট চওড়া। এই তিমিটি ফিন হোয়েল প্রজাতির, জানিয়েছেন বনদপ্তরের কর্মীরা। কী ভাবে তিমিটির মৃত্যু হয়েছে ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে।