শিক্ষককে হুঁশিয়ারি উচ্চপদস্থ সরকারি আধিকারিক-এর, ভিডিও ভাইরাল
ভূমি সংস্কার দপ্তরের উচ্চ আধিকারিকের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ফোন কেড়ে ঘরে আটকে পেটানোর হুমকি। স্কুল শিক্ষকের সঙ্গে এমন আচরণের অভিযোগ উঠেছে। পরে শিক্ষকের মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
ভূমি সংস্কার দপ্তরের উচ্চ আধিকারিকের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ফোন কেড়ে ঘরে আটকে পেটানোর হুমকি। স্কুল শিক্ষকের সঙ্গে এমন আচরণের অভিযোগ উঠেছে। পরে শিক্ষকের মোবাইলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার মুহূর্তের ভিডিও প্রাকাশ্যে আসতেই তা ভাইরাল। অফিসারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে শিক্ষক মহল। সূত্রের খবর, 'সাংবাদিকদের প্রশ্নের মুখে ভূমি সংস্কার দপ্তরের উচ্চ আধিকারিক বা বিএলআরও একসময় মুখ ফসকে আজব যুক্তি দিয়ে বলেন,'স্কুল শিক্ষক দপ্তরে এসে সব প্রথমে আমাকে বাজে কথা বলেন। তাই পাল্টা আমিও ধৈর্য হারিয়ে তাকে সামান্য কিছু কথা বলেছি। আপনারা সাংবাদিকরা ওই শিক্ষকের সঙ্গে গিয়ে আগে কথা বলুন তার পরে আমার কাছে আসবেন'। অন্যদিকে ওই স্কুল শিক্ষক বলেন, 'একটি জমির রেকর্ড পাওয়ার জন্য আমি প্রায় তিন মাস ধরে ঘুরছি, কাজ হচ্ছে না। কেউ কোনও সদুত্তর দিচ্ছেন না। এনিয়ে অফিসে থাকা কয়েকজনকে একথা বলতেই আমাকে বিএলএলআরও সাহেব মারতে উদ্যত হন। আমার মোবাইল কেড়ে নেন। জীবনে এমন অভিজ্ঞতা কোনোদিন হয়নি"।