'১০০ জন ছেলে পাঠিয়ে ত্রিপুরার বিজেপিকে ধূলিসাৎ করে দেবো', বিস্ফোরক সায়নী
তমলুকের সুতাহাটায় সাংগঠনিক সভায় সায়নী ঘোষ। সেখানে গিয়ে একাধিক বিজেপি বিরোধী মন্তব্য করেন সায়নী । সেখানকারই মঞ্চ থেকেই হুঙ্কার সায়নীর। '১০০ টি ছেলে পাঠিয়ে ত্রিপুরার বিজেপিকে ধূলিসাৎ করে দেবো'। এমনটাই বলতে শোনা গেল সায়নী ঘোষকে। মঙ্গলবার তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের ডাকে সুতাহাটায় সাংগঠনিক সভায় যোগ দিয়ে সায়নী বলেন, ত্রিপুরায় তৃণমূলের যুব শক্তিকে দমন করার জন্য ওখানকার মুখ্যমন্ত্রী লাঠি দিয়ে মারছে, ছেলে পাঠিয়ে গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিচ্ছে। জেলা সফরে এসে মনে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে ১০০ জন ছেলে পাঠিয়ে দিলে গোটা আগরতলা ঠান্ডা হয়ে যাবে।
তমলুকের সুতাহাটায় সাংগঠনিক সভায় সায়নী ঘোষ। সেখানে গিয়ে একাধিক বিজেপি বিরোধী মন্তব্য করেন সায়নী । সেখানকারই মঞ্চ থেকেই হুঙ্কার সায়নীর। '১০০ টি ছেলে পাঠিয়ে ত্রিপুরার বিজেপিকে ধূলিসাৎ করে দেবো'। এমনটাই বলতে শোনা গেল সায়নী ঘোষকে। মঙ্গলবার তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের ডাকে সুতাহাটায় সাংগঠনিক সভায় যোগ দিয়ে সায়নী বলেন, ত্রিপুরায় তৃণমূলের যুব শক্তিকে দমন করার জন্য ওখানকার মুখ্যমন্ত্রী লাঠি দিয়ে মারছে, ছেলে পাঠিয়ে গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিচ্ছে। জেলা সফরে এসে মনে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে ১০০ জন ছেলে পাঠিয়ে দিলে গোটা আগরতলা ঠান্ডা হয়ে যাবে।