রঙের ওপর গড়াগড়ি, রঙ মেখে নাগিন ডান্সে মাতলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

  • হোলিতে রঙ খেলায় মেতেছিল গোটা দেশ
  • রঙের খেলাতেই মাততে দেখা গেল কেন্দ্রীয় জওয়ানদের
  • ভোটের ডিউটি করতে বাংলায় এসেছেন তাঁরা
  • কাজের মাঝে ফুরসত মিলতেই চলল রঙ খেলা
/ Updated: Mar 30 2021, 11:28 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নির্বাচন নিয়ে চিন্তায় রয়েছে এখন সব দলই। প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফার জন্য অপেক্ষায় রয়েছে এখন সকলেই। এই ভোটের মাঝেই রাজ্য জুড়ে চলল রঙ খেলা। রঙের উৎসব হোলিতেই মাততে দেখা গেল রাজ্যে ভোটের ডিউটি করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বাগানবাড় উচ্চ বিদ্যালয়ে নাগিন গান বাজিয়ে গানের তালে নাচতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। স্থানীয়রা জানান, শুধু স্কুলের ক্যাম্পেই নয়, পিংলা কলেজের ক্যাম্পেও একই ভাবে হোলি উৎসবে মেতে থাকতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।