Asianet News BanglaAsianet News Bangla

তৃণমূলের নেতা মারধর করছেন স্ত্রী ও মেয়েকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Oct 17, 2020, 12:50 PM IST

মেয়ে ও স্ত্রী -কে মোরধর করে সেই ভিডিও নিজেই পোস্ট করলেন তৃণমূল নেতা মইনুল হোসেন মোল্লা। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুরে। অভিযুক্ত ব্যক্তি জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা। স্থানীয় সূত্রে খবর, বুধবার মইনুল হোসেন মোল্লা তার নিজের প্রোফাইল থেকে নিজের স্ত্রী এবং মেয়েকে মারধর -এর একটি ভিডিও নিজেই পোস্ট করেন। পোস্ট করে আবার তিনি এও লেখেন 'স্ত্রী এবং মেয়েকে মারধর করছি, কেমন লাগছে বন্ধুরা?'। মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। পরে অবশ্য সেই ভিডিও ডিলিট করে দেন ওই ব্যক্তি, ততক্ষণে অনেকেই ডাউনলোড ও করে ফেলেছেন সেই ভিডিও। এই পোস্ট ঘিরে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক মহলেও শুরু হয় গুঞ্জন। এরপরই তিনি স্ত্রী মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। বন্ধ তার মোবাইল ফোনটিও। এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন, মইনুল তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। বারবার তাকে বলা সত্ত্বেও তিনি নিজেকে শোধরাননি। অন্যদিকে, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, এই ঘটনার ধিক্কার জানাচ্ছি আমরা। তার পরিবারের লোকজনকে যেভাবে মারধর করা হয়েছে তা নিন্দনীয়। আমরা এই ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু করবো এবং যা ব্যবস্থা নেওয়ার তা আমরা নেব।

Video Top Stories