মুখে জয় শ্রীরাম, বোমা পড়ল টপাটপ, বিজেপির মিছিলেই! দেখুন ভিডিও

  • বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি বিজেপির
  • বারাবনির দোমহানি কেলেজোড়া এলাকায় মিছিলে পড়ল বোমা
  • দৃষ্কৃতীদের মুখে জয়শ্রীরাম, গায়ে গেরুয়া পোশাক
  • অভিযোগের আঙুল তৃণমূল কর্মীদের দিকেই

 

/ Updated: Jul 19 2019, 03:40 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

একশ' দিনের কাজে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি, নাগরিক পরিষেবা ব্যাহত, কাটমানি ফেরত সহ মোট ১১ দফা দাবি নিয়ে বিডিও অফিসে বিজেপির ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র অশান্তির সৃষ্টি হল বারাবনির দোমহানি কেলেজোড়া এলাকায়। ব্লক প্রশাসনকে এই কর্মসূচি নিয়ে আগাম খবর দিয়ে রাখলেও আচমকাই বিডিও অফিস চত্বরে তৃণমূল কংগ্রেস রক্তদান শিবিরের আয়োজন করে বলে অভিযোগ। দুই পক্ষ মুখোমুখি হলে অশান্তির হতে পারে আশঙ্কায় বিজেপির মিছিলকে ব্লক অফিসের আগেই আটকে দেয় পুলিশ।

বারাবনি ব্লক অফিস থেকে ২০০ মিটার দূরে ব্যারিকেড ছিল। সেখানে দাঁড়িয়েই অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। এরমধ্যেই আসে বোমার আওয়াজ। বিডিও অফিসের কাছেই কেলেজোড়া স্কুলের পাশেও বোমা পড়ে। এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায়। অন্তত চারবার বোমার আওয়াজ পাওয়া গিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কারও কারও অভিযোগ গুলির আওয়াজও শোনা গিয়েছে। এরপরই বিজেপি কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

বিজেপির জেলা সহসভাপতির অভিযোগ, পুলিশ দিয়ে মিছিল আটকে বোমা মারা হয়েছে। কিন্তু তাঁরা প্ররোচনায় পা না দেওয়ায় কোনও অঘটন ঘটেনি। কেন্দ্রীয় প্রিবেশ প্রতিমন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র অভিযোগ, রক্তদানের নামে তৃণমূলের গুণ্ডারা মুখে গামছা বেঁধে, গায়ে গেরুয়া পোশাক পরে, জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বোমবাজি করেছে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রসাদ সিং বোমাবাজির বিষয়টি স্বীকার করে নিয়েছেন। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।