আনারুলকে সভাপতি রাখার আর্জি, রামপুরহাটের বিধায়কের লেখা চিঠি ভাইরাল

বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা তথা রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন গ্রেফতারের পরই ভাইরাল হয়েছে একটি চিঠি। যা লেখা হয়েছে একটি সাদা কাগজে। নাম সই করা রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়ের। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার।

/ Updated: Apr 01 2022, 12:35 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা তথা রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন গ্রেফতারের পরই ভাইরাল হয়েছে একটি চিঠি। যা লেখা হয়েছে একটি সাদা কাগজে। নাম সই করা রয়েছে আশিস বন্দ্যোপাধ্যায়ের। আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার। চিঠিতে লেখা রয়েছে আগামী পঞ্চায়েত ভোট পর্যন্ত যাতে আনারুলকে রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতির পদ থেকে না সরানো হয়ে- তারই আর্জি জানান হয়েছে। কিন্তু চিঠি ভাইরাল হওয়ার পরই কিছুটা হলেও কোনঠাসা আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দলের সিদ্ধান্তেই আনারুলকে সভাপতির পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সম্পূর্ণ অন্যকথা বলছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই পদে বহাল ছিলেন আনারুল। তবে অনুব্রত নাকি আনারুলের দুর্নীতি সম্পর্কে জানতে পেরেছিলেন, তাই তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। 
কিন্তু ভাইরাল হওয়ার চিঠির সত্যতা যাঁচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।  ২১ মার্চ রাত্রে রামপুরহাটের বগটুই মোড়ে খুন হন তৃণমূলের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ। খুনের বদলা নিতে পুড়িয়ে মারা হয় এক শিশু সহ নয় জনকে। পুড়িয়ে মারার ঘটনায় নাম জড়ায় তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনের। ২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে গিয়ে আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ ওইদিনই তারাপীঠ থেকে আনারুলকে গ্রেফতার করে। তিনি এখন সিবিআই হেফাজতে। 
 

Read more Articles on