Asianet News BanglaAsianet News Bangla

জলমগ্ন মন্দারমণি, যশের তান্ডবে ভেঙে পড়ল হোটেলের ছাদ

  • ঘূর্ণিঝড় যশের ল্যান্ডফলের আগেই মন্দারমণিতে শুরু হয় জলোচ্ছ্বাস
  • সমুদ্রের জলে জলমগ্ন হয়ে পড়ে মন্দারমণির একাধিক জায়গা
  • যার জেরে জলমগ্ন হয়ে পড়ে মন্দামণির একাধিক হোটেল
  • হোটেলের ছাদ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের
     
May 26, 2021, 4:19 PM IST

ঘূর্ণিঝড় যশের ল্যান্ডফলের আগেই মন্দারমণিতে শুরু হয় জলোচ্ছ্বাস। সমুদ্রের জলে জলমগ্ন হয়ে পড়ে মন্দারমণির একাধিক জায়গা। পর্যটক শূণ্য মন্দারমণিতে উঁচু উঁচু ঢেউ আঁছড়ে পড়তে দেখা যায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে মন্দামণির একাধিক হোটেল। হোটেলের ছাদ ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের। ঘূর্ণিঝড়ের জেরে ভয়াবহ পরিস্থিতি মন্দারমণিতে। যশের তান্ডবে বিপর্যস্ত মন্দারমণি। জলের মধ্যেই সেখানে ভাসতে দেখাগেল গাড়ি।