বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে বজবজ পুরসভা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বজবজ পৌরসভা দখল নিল তৃণমূল। বিরোধীরা ১২ টি ওয়ার্ডে কোন প্রার্থী দিতে পারেনি। যদিও এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। খুশির মেজাজে এখন বজবজ-এর তৃণমূল কর্মীরা।
২৭ ফেব্রুয়ারি ভোটের জন্য বুধবারই ছিল মনোনয়ন পেশের শেষ দিন। বজবজ বিধানসভার আটটি ওয়ার্ডে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিল। এদের মধ্যে বামফ্রন্টের পক্ষ থেকে দেয়া হয়েছিল ৮ টিতে, বিজেপির পক্ষ থেকে দুটি এবং কংগ্রেসের পক্ষ থেকে তিনটি ওয়ার্ডে মোট ১২ টি প্রার্থী আটটি ওয়ার্ডে দিতে পেরেছিল। সেই কারণে বজবজ পুরসভার কুড়ি টি ওয়ার্ডের মধ্যে ১২ টি ওয়ার্ডই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বজবজ বিধানসভার অবজারভার জাহাঙ্গীর খান সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমাদের জানান বাকি যে আটটিতে প্রতিদ্বন্দিতা চলছে তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হয়ে প্রার্থীপদ তুলে নেবে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি বজবজ বিধানসভার বিধায়ক সাংবাদিকদেরকে জানান বিজেপি বা বিরোধীরা যাই বলুক, আসল কথা হলো তারা প্রার্থী দেওয়ার মতো লোক খুঁজেই পাইনি। আগামী দিনেও আমরা সবাইকে নিয়েই উন্নয়নের শামিল হবো এটা আমাদের বিশ্বাস।