পাখির চোখ পুরুলিয়ার ৩ পুরসভা, প্রচার শুরু বিজেপি-র
পুরুলিয়ার তিনটি পৌরসভাকে পাখির চোখ করেছে বিজেপি। সোমবার ৪ পুরনিগমের ফল ঘোষণা হতেই কোমর বেঁধে নেমেছে বিজেপি। মঙ্গলবার থেকেই জোর কদমে পুরুলিয়ায় শুরু প্রচার। প্রথম দিনের প্রচারেই দেখা গেল জ্যোতির্ময় সিং মাহাতো-কে। বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন তিনি। মানুষকে বিজেপির পাশে থাকার কথাও বলতে শোনা গেল তাঁকে।
পুরুলিয়ার তিনটি পৌরসভাকে পাখির চোখ করেছে বিজেপি।আজ থেকে কোমর বেঁধে প্রচার শুরু পুরুলিয়া বিজেপির।প্রথম দিনের প্রচারে পুরুলিযার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।লোকসভা ভোটে রেকর্ড ভোটে জয়লাভকে হাতিয়ার করে বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন পুরুলিয়ার এই তরুণ সাংসদ। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে একবারে শুন্য থেকে যাত্রা শুরু ২০১৯এর লোকসভা ভোটে রেকর্ড ভোটে জয়লাভ করে রুখা সুখা পুরুলিয়ার মাটিতে পদ্মফুল ফুটিয়েছিল গেরুয়া শিবির। এবার সেই ট্রেডিশনকে সামনে রেখেই পৌরসভা নির্বাচনে প্রচার শুরু করে দিল পুরুলিয়ার বিজেপি শিবির। প্রচারের মুখ পুরুলিয়ার তরুণ সাসংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। মঙ্গলবার থেকেই পুরুলিয়া পৌরসভায় কোমর বেঁধে প্রচার শুরু করে দিল বিজেপি। মঙ্গলবার ২ নম্বর, ১৯ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে হয় প্রচার। প্রথমে বিজেপি প্রার্থী আবির সেনগুপ্তর হয়ে বাড়ি বাড়ি প্রচার করেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা। মঙ্গলবার বিজেপি প্রার্থী আবির সেনগুপ্ত তথা এলাকার সবার পরিচিত রানাদাকে সাথে নিয়ে বাড়ি বাড়ি যান সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সকলকে আবেদন করেন,"লোকসভা ভোটে আমাকে আশীর্বাদ করেছিলেন।নরেন্দ্র মোদিকে আশীর্বাদ করে প্রধানমন্ত্রী করেছেন।পৌরসভার ভোটে ২ নাম্বার ওয়ার্ডে মোদিজির প্রার্থী আছেন অবিরদা ওকে পদ্মফুল ছাপে ভোট দিয়ে জয় করুন।"