পুরুলিয়ায় ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

পুরুলিয়া জেলার তিনটি পৌরসভার ৪৮টি আসনের জন্য আগামীকাল ভোট গ্রহণ। পুরুলিয়া  রঘুনাথপুর এবং ঝালদার মোট ৪৮টি আসনে হবে ভোট।পুরুলিয়া পৌরসভার ২৩ ওয়ার্ডের জন্য মোট ৪৪ টি ভোটগ্রহণ কেন্দ্রে থাকছে ১৪৫ টি বুথ।
 

/ Updated: Feb 26 2022, 08:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুরুলিয়া জেলার তিনটি পৌরসভার ৪৮টি আসনের জন্য আগামীকাল ভোট গ্রহণ। পুরুলিয়া  রঘুনাথপুর এবং ঝালদার মোট ৪৮টি আসনে হবে ভোট।পুরুলিয়া পৌরসভার ২৩ ওয়ার্ডের জন্য মোট ৪৪ টি ভোটগ্রহণ কেন্দ্রে থাকছে ১৪৫ টি বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৬৭। এখানে নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে ৮০০ পুলিশ। অন্যদিকে রঘুনাথপুর পৌরসভায় মোট ১৩ টি ওয়ার্ডে ২১ হাজার ৯২০ জন ভোটারের জন্য রয়েছে ১৫ টি ভোটগ্রহণ কেন্দ্র। মোট বুথের সংখ্যা ২৫। ঝালদায় ১২ টি ওয়ার্ডে মোট ১৬ হাজার ২৮ জন ভোটারের জন্য ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে ১১। এখানে বুথের সংখ্যা ২০ টি।আজ পুরুলিয়া পৌরসভার জন্য মানভূম ভিক্টরিয়া ইনস্টিটিউসেনের ক্যাম্পাস থেকে ঝালদা পৌরসভার জন্য ঝালদা হাইস্কুল ক্যাম্পাস থেকে এবং রঘুনাথপুর পৌরসভার জন্য  রঘুনাথপুর মহকুমা শাসক দপ্তর ক্যাম্পাস থেকে ভোট কর্মীরা ই ভি এম মেশিন নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্যেশ্যে রওনা হন।