গঙ্গারামপুরে তৃণমূলের জয়ের উল্লাস, ১৮ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল
গঙ্গারামপুর পুরসভায় ১৮ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল। ইতিমধ্যেই সেখানে জয়ের আনন্দে ভেসেছে তৃণমূল কর্মীরা। গঙ্গারামপুরের আকাশে বাতাসে উড়ছে সবুজ আবির। মানুষের পাশে থাকার ফল, জানাচ্ছেন তৃণমূল প্রার্থীরা। গঙ্গারামপুরের ৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অতনু রায়।
গঙ্গারামপুর (Gangarampur) পুরসভায় ১৮ টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল (Trinamool)। ইতিমধ্যেই সেখানে জয়ের আনন্দে ভেসেছে তৃণমূল কর্মীরা। গঙ্গারামপুরের আকাশে বাতাসে উড়ছে সবুজ আবির। মানুষের পাশে থাকার ফল, জানাচ্ছেন তৃণমূল প্রার্থীরা (Trinamool candidate)। গঙ্গারামপুরের ৬ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী (TMC candidate) অতনু রায়। বালুরঘাট পুরসভার ৪ নং ওয়ার্ডে জয়ী নীতা নন্দী। গঙ্গারামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে জয়ী প্রশান্ত মিত্র। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি, রবিবার সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তির ছবি ধরা পড়ে। একই ছবি ধরা পড়ে গঙ্গারামপুরে। গঙ্গারামপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের বুথ জ্যাম ও ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে সেখানে। পাশাপাশি বিজেপি প্রার্থীকেও বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। যদিও পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় এলাকা সঠিকভাবে নির্বাচন শুরু হয়। ২ মার্চ সেখানেই ফল ঘোষণা হয়েছে। সেখানকার ১৮টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল।