জয়নগর পুরসভার ১২টি ওয়ার্ড তৃণমূলের দখলে, ১টি কংগ্রেসের
জয়নগরের আকাশে উড়ছে সবুজ অবির। জয়নগর পুরসভার ১২টি ওয়ার্ড তৃণমূলের দখলে। সেখানকার ৮ নং ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী। জয়নগরের ৪নং ওয়ার্ডে জয়ী এসইউসিআই।
জয়নগরের (Jaynagar) আকাশে উড়ছে সবুজ অবির। জয়নগর পুরসভার ১২টি ওয়ার্ড তৃণমূলের দখলে। সেখানকার ৮ নং ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী(Congress)। জয়নগরের ৪নং ওয়ার্ডে জয়ী এসইউসিআই (SUCI)। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি ছিল ১০৮ পুরসভায় ভোট। ভোটের দিন সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে কংগ্রেস এবং এসইউসি-র তরফে তৃণমূলের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ ওঠে। সেখানকার কেন্দ্রগুলি বহিরাগতদের দখলে যাওয়ারও অভিযোগ ওঠে। সেখানে গুলি চলে ভোটের দিন। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে। বারবার সেখানকার ভয়ঙ্কর ছবি সামনে উঠে আসে। ২ মার্চ বুধবার ১০৮ পুরসভায় ভোটের ফল ঘোষণা। ভোটের ফল ঘোষণার দিন সকাল থেকেই একের পর এক জায়গায় তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যাটাও বাড়ে। জয়নগরও তৃণমূলের দখলে। সেখানকার ১২টি ওয়ার্ড তৃণমূলের দখলে। তবে দুটি ওয়ার্ডের একটিতে এসইউসি এবং অন্যটিতে জয়ী হয়েছে কংগ্রেস।