জলপাইগুড়িতে তৃণমূলের জয়জয়কার, ৩টি পুরসভা তৃণমূলের দখলে
জলপাইগুড়িতে তৃণমূলের জয়জয়কার। জলপাইগুড়ির তিনটি পুরসভা তৃণমূলের দখলে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং মালবাজার তৃণমূলের দখলে। মানুষ উন্নয়নের পক্ষে, বললেন খগেশ্বর রায়।
জলপাইগুড়িতে তৃণমূলের জয়জয়কার। জলপাইগুড়ির তিনটি পুরসভা তৃণমূলের দখলে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং মালবাজার তৃণমূলের দখলে। মানুষ উন্নয়নের পক্ষে, বললেন খগেশ্বর রায়। রাজগঞ্জের বিধায়ক তথা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়। উন্নয়নের কাজ হবে বলতেও শোনা গিয়েছে তাঁকে। প্রসঙ্গত, কোচবিহার জেলার মধ্যে মোট ৬ পুরসভায় ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হয়েছে। এই ছয় পুরসভার মধ্যে রয়েছে- কোচবিহার পুরসভা, দিনহাটা পুরসভা, হলদিবাড়ি পুরসভা, মেখলিগঞ্জ পুরসভা, মাথাভাঙা পুরসভা এবং তুফানগঞ্জ পুরসভা। জলপাইগুড়ির মধ্যে তিনটি পুরসভায় ভোটগ্রহণ হয়েছে। এই তিন পুরসভার মধ্যে রয়েছে- জলপাইগুড়ি পুরসভা, মাল পুরসভা এবং ময়নাগুড়ি পুরসভা। আর এই তিন পুরসভাতেই উড়েছে সবুজ আবির। গতবার মাথাভাঙা পুরসভা গিয়েছিল বিজেপির দখলে। অন্যদিকে, তুফানগঞ্জ বামেদের শক্তঘাটি হিসাবে পরিচিত। জলপাইগুড়ির মধ্যে রয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি এবং মালবাজার পুরসভা আর এই তিনটেই এবার তৃণমূলের দখলে গিয়েছে। জয়ের আনন্দে সেখানকার আকাশে-বাতাসে এখন শুধুই উড়ছে সবুজ আবির।