জয়ের আনন্দে জিপ নিয়ে শোভাযাত্রায় রবীন্দ্রনাথ
কোচবিহার পুরসভা তৃণমূলের দখলে। তৃণমূলের জয়ের উল্লাসে ভাসছে কোচবিহার। জয়ের আনন্দে মেতেছেন তৃণমূলের কর্মীরা। জয়ের আনন্দে জিপ নিয়ে রাস্তায় নেমেছেন রবীন্দ্রনাথ ঘোষ। গলায় মালা পরে জিম নিয়ে রাস্তায় দেখা গেল তাঁকে।
কোচবিহার পুরসভা তৃণমূলের দখলে। তৃণমূলের জয়ের উল্লাসে ভাসছে কোচবিহার। জয়ের আনন্দে মেতেছেন তৃণমূলের কর্মীরা। জয়ের আনন্দে জিপ নিয়ে রাস্তায় নেমেছেন রবীন্দ্রনাথ ঘোষ। গলায় মালা পরে জিম নিয়ে রাস্তায় দেখা গেল তাঁকে। প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। কোচবিহার পুরসভা ইতিমধ্যেই তৃণমূলের দখলে। কোচবিহারের ৩ নং ওয়ার্ড তৃণমূলের দখলে। কোচবিহারের ৮নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। ৭৩১ ভোটে জিতেছেন রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার পুরসভার ২ নং ওয়ার্ডে মায়ের বিরুদ্ধে জয়ী ছেলে। নির্দল প্রার্থী উজ্জ্বল তর জয়ী হয়েছে সেখানে। মাথাভাঙা পুরসভার ১, ২ এবং ৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল। কোচবিহার পুরসভার ৪ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী ভূষণ সিং। কোচবিহার পুরসভার ৬ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী শুভ্রাংশু সাহা। প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি ছিল ১০৮টি পুরসভায় ভোট। ২ মার্চ, বুধবার ১০৮ পুসভার ফল ঘোষণার দিন সকাল থেকেই পুরভোটের ফলের দিকের তাকিয়ে গোটা বাংলার মানুষ। এদিন সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় তৃণমূলের জয়ের খবর আসতে শুরু করেছে। কোচবিহার পুরসভা ইতিমধ্যেই তৃণমূলের দখলে।