'আমরা তৃণমূল আমরা চুহা মেরে হাত গন্ধ করি না' হুঁশিয়ারি দিলেন মদন মিত্র

তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। দলীয় মিটিং- মিছিলে যোগ না দেওয়ায় প্রচ্ছন্ন হুশিয়ারি মদনের। ব্লক ও ওয়ার্ড কমিটির নেতাদের সরিয়ে দেওয়ার হুমকি মদনের। তিনি বলেন, কারা মমতা ও অভিষেকের ছবি বিক্রি করে চালাচ্ছেন এবার দেখিয়ে দেব। 'যদি পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে বাদ দিতে পারে, যদি পার্থ চট্টোপাধ্যায়ের মহাসচিব পদ তুলে দিতে পারে, তাহলে আপনারাতো চুনোপুঁটি'। 'আমরা তৃণমূল আমরা চুহা মেরে হাত গন্ধ করি না'। 'মনে রাখবেন পড়েছিলেন শুয়োরের সঙ্গে একটা খোঁয়াড়ে, সেখান থেকে উদ্ধার করে মমতা ব্যানার্জি ১০০ কোটি টাকা দিয়ে নিজেদের বাড়ি করে দিয়েছেন'। 

/ Updated: Jul 31 2022, 02:02 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। দলীয় মিটিং- মিছিলে যোগ না দেওয়ায় প্রচ্ছন্ন হুশিয়ারি মদনের। ব্লক ও ওয়ার্ড কমিটির নেতাদের সরিয়ে দেওয়ার হুমকি মদনের। তিনি বলেন, কারা মমতা ও অভিষেকের ছবি বিক্রি করে চালাচ্ছেন এবার দেখিয়ে দেব। 'যদি পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে বাদ দিতে পারে, যদি পার্থ চট্টোপাধ্যায়ের মহাসচিব পদ তুলে দিতে পারে, তাহলে আপনারাতো চুনোপুঁটি'। 'আমরা তৃণমূল আমরা চুহা মেরে হাত গন্ধ করি না'। 'মনে রাখবেন পড়েছিলেন শুয়োরের সঙ্গে একটা খোঁয়াড়ে, সেখান থেকে উদ্ধার করে মমতা ব্যানার্জি ১০০ কোটি টাকা দিয়ে নিজেদের বাড়ি করে দিয়েছেন'। 

Read more Articles on