আজও কালবৈশাখীর সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে, স্বস্তির পূর্বাভাস ৩ দিনের জন্য

শনিবারের কালবৈশাখীর অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাপমাত্রার পারদ একধাক্কায় নেমে গেছে অনেকটাই নিচের দিকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরের জেলাগুলির জন্যও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

/ Updated: May 01 2022, 12:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শনিবারের কালবৈশাখীর অনেকটাই স্বস্তি নিয়ে এসেছে কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাপমাত্রার পারদ একধাক্কায় নেমে গেছে অনেকটাই নিচের দিকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তরের জেলাগুলির জন্যও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

হাওয়া অফিস শনিবারই জানিয়ে দিয়েছে আগামী তিন দিন ঝড় বৃষ্টি হতে পারে এই রাজ্যে। তেমনই অনুকূল পরিবেশ রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আপাতত তাপমাত্রার পারদ থাকবে নিন্মগামী। চলতি বছর এপ্রিল মাস ছিল ১২২ বছরের উষ্ণতম মাস। মে মাসে আরও গরম পড়ার পূর্বাভাস রয়েছে। উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা পার করতে পারে বলও আশঙ্কা করা হয়েছে।  একইভাবে এই রাজ্যেও আগামী দিনে আরও বেশি গরম পড়ার পূর্বাভাস রয়েছে।